শিলচর ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে খেলাধুলাকে অগ্রাধিকার সাংসদ- বিধায়কদের, খেলোয়াড় তৈরিতে আর্জি গাঙ্গুলির

বরাক তরঙ্গ, ২৬ মে : জাঁকালোভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার প্রাণপুরুষ হিসেবে পরিচিত প্রয়াত সন্তোষমোহন দেবের আবক্ষ মূর্তি এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল। উন্মোচন করেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক তথা ১৯৮২ সালের এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি।
এদিনের অনুষ্ঠানের রীতিমতো তারকার হাট বসেছিল। খেলা রাজনীতি এবং সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে পরিচিতি করেন সভাপতি বাবুল হোড়। লক্ষণীয়ভাবে অনুপস্থিত ছিলেন সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। অবশ্য বেশ কিছুদিন ধরে তিনি শহরের বাইরে রয়েছেন। ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন যাদব পাল। তিনি ছাড়াও সংস্থার কর্মকর্তাদের মধ্যে অনিমেষ সেনগুপ্ত, ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, সুজয় দত্ত রায়, নন্দদুলাল রায়, আশুতোষ রায়, সুজন দত্ত, অরিজিৎ গুপ্ত, অজয় চক্রবর্তী, দেবাশিস সোম, বিকাশ দাস, তপন দাস, সুখেন সরকার, সঞ্জু রায়, নিলয় পাল, দীপঙ্কর দেব, অরিন্দম হোড় প্রমুখ উপস্থিত ছিলেন। মঞ্চে অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব, প্রাক্তন ক্রিকেটার তথা সন্তোষ মোহন দেবের জামাতা করণ দুবে, শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর,  সাংবাদিক অতীন দাস, ডি এস এ-র প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রাক্তন সভাপতি বাদল দে, জেলা শাসক রোহন কুমার ঝা প্রমুখ।

শিলচর ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে খেলাধুলাকে অগ্রাধিকার সাংসদ- বিধায়কদের, খেলোয়াড় তৈরিতে আর্জি গাঙ্গুলির

অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে ভাস্কর গাঙ্গুলি খানিকটা আক্ষেপ ব্যক্ত করে বলেন, অতীতে বরাকের এই অঞ্চল তথা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ও মিজোরাম থেকে থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে খেলেছেন। এখন আর সে মাপের খেলোয়াড় আসছেন না। তাই এখানকার ক্রীড়া সংগঠকরা প্রতি এব্যপারে আর্জি রাখেন। সাংসদ ও বিধায়ক তাদের বক্তব্যে খেলাধুলার জগতে সন্তোষ মোহনের অবদানের কথা স্বীকার করেন এবং খেলাধুলা নিয়ে তাঁর দেখা স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন। আজকের এই মঞ্চ রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছেন সেটা অনেকের নজর কেড়ে নিয়েছে। এদিনের অতিথিদের তালিকায় প্রাক্তন জাতীয় ফুটবলার করণজিৎ সিং সহ আরও অনেকেই ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেটাও পড়ে শুনানো হয়।

এদিন the compandium of Riminiscences of our veterans — The Doyens বা সংক্ষেপে দ্য ডোয়েন্স নামের বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এই বই গ্রন্থনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রাক্তন সচিব দিলীপ রঞ্জন নন্দী এবং আজীবন সদস্য মন্টু শুক্ল বৈদ্য।
এছাড়া সংস্থার প্রথম দিকের কার্যকলাপের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত ৩২ জন ব্যক্তিত্বকে নিয়ে গ্রন্থিত একটা পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত শিলচর ডি এস এ-র জন্য এটা একটা দলিল স্বরূপ।

অনুষ্ঠানে প্রাক্তন অনেক দিকপাল খেলোয়াড়দের উত্তরীয় ও স্মারক সম্মাননা দিয়ে সম্মানিত করা হয়। এরমধ্যে বিশিষ্টদের মধ্যে ছিলেন বদর উদ্দিন মজুমদার, আশুতোষ রায়, সমরকৃষ্ণ নাথ, কৃষ্ণ বাহাদুর ছেত্রী প্রমুখ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News