মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাথারকান্দির চার যুবক

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মিজোরামের বংকঙে ধরা পড়ল শ্রীভূমি জেলার পাথারকান্দির চার গাড়ি চোর। বংকঙ থানার পুলিশ দুই চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ (১৯), নূর আহমেদ (১৯), বাবুল হোসেন (১৯) এবং জুনিল হোসেন (১৯)। তাদের লেইতান রামথার, দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সবাই শ্রীভূমির পাথারকান্দির বাসিন্দা।

ঘটনার সূত্রপাত ঘটে পাঠিয়ান্নি এলাকায়, যেখানে একটি ইয়ামাহা R15 V3 বাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বংকং থানায় একটি এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ চার অভিযুক্তকে আটক করে। তাদের কাছ থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 V3 বাইকটি উদ্ধার করা হয়। পাশাপাশি আরও দু’টি চুরি হওয়া দুই চাকার গাড়িও উদ্ধার করা হয়েছে— একটি ইয়ামাহা R15 V4 (MZ-01 W-7907) এবং একটি ইয়ামাহা রে ZR (MZ-01 AD 0258)।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও একাধিক দুই চাকার গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ছবি সৌজন্যে Khawthlir News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *