চান্নিঘাটে জমি বিবাদ নিয়ে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত চার

চান্নিঘাটে জমি বিবাদ নিয়ে দু'পক্ষের তুমুল সংঘর্ষ, আহত চার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪ জন ব্যক্তি। আহতদের মধ্যে  দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পাঠানো হয়েছে হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা ২টার দিকে, দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রামে। জানা যায়, গ্রামের বাসিন্দ মঈন উদ্দিন লস্কর (সোনা পাখি) গৃহ নির্মাণের কাজ করেছিলেন। তখন তারই ভ্রাতুষ্পুত্র শামস উদ্দিন লস্কর (শাম) ও সাইমুল হক লস্কর দুই ভাই এসে সেই নির্মাণ কাজে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হন অন্তত চার জন ব্যক্তি।
আহতরা হলেন  মঈন উদ্দিন লস্কর (৬৫) তার পুত্র নাজমুল হক লস্কর (২৩)। অপর পক্ষে আঘাত প্রাপ্ত হন শামস উদ্দিন লস্কর (৩৫) ও সাইমুল হক লস্কর (৩০)।

চান্নিঘাটে জমি বিবাদ নিয়ে দু'পক্ষের তুমুল সংঘর্ষ, আহত চার

ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় লায়লাপুর পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। আঘাত গুরুতর হওয়ায় ধলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সবাইকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে মঈন উদ্দিন ও শামস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ খবর প্রকাশ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেকে  ধলাই থানায় কোনো এফআইআর জমা পড়েনি বলে জানা গেছে।

Author

Spread the News