রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ মারামারির ঘটনায় মহিলাসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ধলাই থানা অধীন সপ্তগ্রাম গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামবাদের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর (রিপন) সপ্তগ্রাম এলাকার ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের পাশে একটি জমিখণ্ড ক্রয় করে কিছুদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী তৈয়বুর রহমান বড়ভূইয়া ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। রবিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশি সভা বসে। তবে সালিশে কোনো সমাধান সূত্র বের না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
অভিযোগ, রাত সাড়ে দশটার দিকে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে তৈয়বুর রহমান বড়ভূইয়ার নেতৃত্বে একদল লোক আনোয়ার হোসেনের বাড়ির বেড়া জোরপূর্বক খুলে ফেলেন। ওই সময় আনোয়ার হোসেন শিলচরে এক নিকটআত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেড়া ভাঙার বিষয়টি জানতে চাইলে আনোয়ার হোসেনের বাবা আসাব উদ্দিন ও কাকা রফিক উদ্দিনের ওপর তৈয়বুর রহমান ও তার সহযোগীরা চড়াও হন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় তুমুল মারপিট।

এই সংঘর্ষে এক পক্ষের আসাব উদ্দিন, রফিক উদ্দিন এবং রফিক উদ্দিনের স্ত্রী ময়নারুন নেছা গুরুতরভাবে আহত হন। অপরপক্ষ থেকে আহত হন তৈয়বুর রহমানের স্ত্রী রিজমা বেগম তালুকদার।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সকলকেই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।
এ খবর লেখা পর্যন্ত উভয় পক্ষের কেউই ধলাই থানায় এ বিষয়ে কোনো এফআইআর দাখিল করেননি বলে জানা গেছে। তবে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।



