বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শিলচর-শিয়ালদাহ রুটের চার চারটে ট্রেন আইসিএফ থেকে এলএইচবি-তে পরিবর্তিত হল। এসম্পর্কে বুধবার নোটিফিকেশন জারি করেছে এনএফ রেলের প্রিন্সিপাল চিফ অপারেটর ম্যানেজার কার্যালয়। এই নোটিফিকেশনে ট্রেন নং ১৩১৭৬/৭৫ শিলচর-শিয়ালদহ এবং ১৩১৭৩/৭৪ সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এলএইচবি রেকে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই ট্রেনে থাকবে জেনারেটর। ফলে ট্রেনে শীততাপ নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট সমস্যার সমাধান হবে। ট্রেন যাত্রায়
স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যাত্রীরা।
রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণুর দ্বারস্থ হয়ে বরাক উপত্যকায় যাতায়াত করা একাধিক ট্রেনের নানা সমস্যার কথা জানান কণাদ পুরকায়স্থ। রেলমন্ত্রীকে একটি চিঠিও তুলে দেন তিনি। মাস দিনের মধ্যেই এবিষয়ে ইতিবাচক সাড়া দেয় রেল মন্ত্রণালয়। জবাবি চিঠিও পাঠায় সাংসদ কণাদ পুরকায়স্থকে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের চারটি রেক এল এইচবিতে পরিবর্তিত হল। এসংক্রান্ত নোটিফিকেশন জারি হতেই ত্রিপুরা, রবাক উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলের ট্রেন যাত্রী মহলে স্বস্তি ফিরেছে, তেমনি সন্তোষ প্রকাশ করেছে রেল কর্মচারী ইউনিয়নও।
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে প্রথম বার দিল্লি পাড়ি দিয়েই ট্রেনের মান্দাতা আমলের কোচ গুলো বদলে এল এইচবিতে পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে তৎপর হন কণাদ পুরকায়স্থ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণুকে একটি চিঠি তুলে দিয়ে ট্রেন যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন। চিঠিতে সাংসদ কণাদ পুরকায়স্থ স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে, শিলচর থেকে যাতায়াত করা দূরপাল্লার বেশিরভাগ ট্রেনে রয়েছে আইসিএফ কোচ। বেশিরভাগ কোচই ঠিকঠাক ভাবে কাজ করে না। জলের কল বলুন, আর ফ্লাস, ডোর লক, ডোর হ্যাণ্ডেলস, এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া কোচ গুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও করা হয় না। সর্বোপরি যখন ট্রেন চলতে শুরু করে সেসময় এসি ঠিকঠাক ভাবে কাজ করে না। ফলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রীরা। এসব সমস্যার একমাত্র সমাধান ট্রেনের রেককে এল এইচবিতে পরিবর্তিন। কারণ এল এইচবিতে জেনারেটরের ব্যবস্থা থাকবে, ট্রেন যখন পাহাড়ি এলাকা দিয়ে যাবে এসির সমস্যা হবে না। তাছাড়া এলএইচবিতে পরিবর্তিন করা হলে সংশ্লিষ্ট সমস্যারও সমাধান হবে। সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণুকে বুঝিয়ে বলেন সাংসদ কণাদ পুরকায়স্থ। আর এতে সুফল সামনে এসেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেক গুলো আপগ্রেডের ফলে যাত্রীরা এখন একটি মসৃণ এবং নিরাপদ ভ্রমণ করতে পারবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়াকিবহাল মহল।


