শিলচরে চার বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘ইন্দু উষা’ পুরস্কারে সম্মাননা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : আম্রপালি সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে শিলচরে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ইন্দু উষা পুরস্কার প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন—সমাজসেবী ও লেখিকা সুমিত্রা দত্ত, বিশিষ্ট আইনজীবী বিথীকা আচার্য, ভাষা-সেনানী ও সমাজসেবী সুনীল রায়, এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়।

বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ড. হারাণ দে-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা দেন।

অনুষ্ঠানের প্রারম্ভে উদ্দেশ্য ব্যাখ্যা করেন আম্রপালীর কর্ণধার কস্তুরী হোম চৌধুরী। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ড. শ্রাবনী সরকার, সুভাষ সিংহ, শর্মিষ্ঠা দাস চাকীসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া আরতি দাশ ও আরও কয়েকজন কবিতা পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *