মহাকুম্ভ : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু চার শিশু সহ ১৮ জনের
১৬ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি। নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৮ জন। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা, চারজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দু’টি ট্রেন গতকাল দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে।
![মহাকুম্ভ : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু চার শিশু সহ ১৮ জনের মহাকুম্ভ : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু চার শিশু সহ ১৮ জনের](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_17373182435836787873842238169954-1024x652.jpg)
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ওই ট্রেনের জন্য মূলত ভিড় ছিল। পাশাপাশি স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দু’টি ট্রেন দেরিতে চলছিল। এই দু’টি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই পদপিষ্টের ঘটনা ঘটে।
![মহাকুম্ভ : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু চার শিশু সহ ১৮ জনের মহাকুম্ভ : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু চার শিশু সহ ১৮ জনের](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_17216827863796232548611885401203-1024x657.jpg)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল ভিড়ে অনেকেরই দমবন্ধ হয়ে আসে। তখনই অসুস্থ হয়ে পড়েন অনেকে। মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে উঠতে যাওয়ার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। অন্যদিকে রেলের তরফে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করে জানানো হয়েছে। মৃতদর পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি স্টেশনে এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।