ডেঙ্গারবন্দের বিশিষ্ট ব্যবসায়ী একনিষ্ঠ বিজেপি কর্মী প্রমথরঞ্জন দাস প্রয়াত

বরাক তরঙ্গ, ২৭ জুন : ডেঙ্গারবন্দ গ্রামের প্রখ্যাত ও জননন্দিত প্রবীণ নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী এবং আজীবন একনিষ্ঠ ভারতীয় জনতা পার্টির কর্মী প্রমথরঞ্জন দাস আর নেই। শুক্রবার রাতে, আনুমানিক ৯টা ৪০ মিনিট নাগাদ, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

প্রমুদ দাস ছিলেন শুধু একজন রাজনৈতিক কর্মী বা ব্যবসায়ী নন — তিনি ছিলেন এলাকার একটি জীবন্ত ইতিহাস, ছিলেন বহু মানুষের আশ্রয় ও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে মনোবল ও কর্মোদ্যম কখনো হারাননি।

তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকা সহ আশপাশের গ্রাম ও শহরে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিত মহলে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। সমাজসেবায় তাঁর নিরব ও অক্লান্ত ভূমিকা আজও অনেকের মনে গেঁথে আছে।

প্রয়াত প্রমুদ দাস রেখে গেছেন এক পুত্র, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইসঙ্গে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরাও শোক জানিয়েছেন। তাঁরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং প্রমুদ দাসের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রমুদ দাসের প্রয়াণ শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। হল তাঁর আত্মা শান্তি কামনা করেছেন অনেকেই। উল্লেখ্য প্রয়াত প্রমথরঞ্জনবাবু দৈনিক যুগশঙ্খের পত্রিকার লোয়াইরপোয়া প্রতিনিধি মলয় কুমার দাসের কাকু।

Author

Spread the News