বিজেপি নেতার হোটেল থেকে উদ্ধার চার অপহৃত মহিলা, ধৃত ম্যানেজার

বিজেপি নেতার হোটেল থেকে উদ্ধার চার অপহৃত মহিলা, ধৃত ম্যানেজার

৮ নভেম্বর : পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল ৪ মহিলাকে। বুধবার গভীর রাতে খড়গপুরের এক হোটেল থেকে তাঁদের উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। কিন্তু এই ঘটনায় এক বিজেপি নেতার নাম জড়িয়ে যাওয়ায় উঠছে নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, যে হোটেলটি থেকে ওই মহিলাদেরকে উদ্ধার করা হয়েছে সেই হোটেলটির মালিক এক বিজেপি নেতা। বিমল দাস ওরফে টিঙ্কু নামের ওই নেতা গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। বিজেপির তরফে অবশ্য পুরো ঘটনাটিকেই চক্রান্ত বলে দাবি করা হয়েছে।

ঘটনাপ্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই হোটেলটিতে যৌথ অভিযান চালায় খড়গপুর থানা এবং জেলা পুলিশের আধিকারিকেরা। পুলিশের কাছে এর আগেও বহুবার ওই এলাকা থেকে অসামাজিক কাজকর্মের অভিযোগ এসেছে। একটি অসাধু চক্রের ওই এলাকায় সক্রিয় থাকারও খবর ছিল তাঁদের কাছে। এদিনের অভিযানে ৪ জন অপহৃত মহিলাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।

এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূলের দাবি, ওই বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ ছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে অভিযুক্ত ওই নেতাকে শুভেন্দু এবং অগ্নিমিত্রার সঙ্গেও দেখা গিয়েছে।

এই বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা বলেন, “বিমল আমাদের দলের পরিশ্রমী কর্মী। ওকে অনেক দিন ধরেই দলে ঢোকানোর চেষ্টা করছে তৃণমূল। গত লোকসভা ভোটে আমি যখন মেদিনীপুর লোকসভায় দাঁড়ালাম, ও অনেক পরিশ্রম করেছিল। তখনও ওকে হুমকি দেয় তৃণমূল।” শুভেন্দু এই ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য না করলেও তাঁর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

বিজেপি নেতার হোটেল থেকে উদ্ধার চার অপহৃত মহিলা, ধৃত ম্যানেজার

Author

Spread the News