কাছাড়েও মহাধুমধামে পালন ছটপূজা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাছাড় জেলাও মহাধুমধামে পালন করা হল ছটপূজা। ছটপূজার তৃতীয় দিনে জেলা সহ শিলচর শহর ও শহরতলী  বিভিন্ন ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার বিকেলে শ্রদ্ধালুরা নদীতে নেমে সূর্য আরাধনায় বিলীন হতে দেখা গেছে।  উৎসবকে ঘিরে এদতঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ জনগণ উৎসবের রকমারি নানা আসর সাজিয়ে আতশবাজি ফোটানোর পাশাপাশি ঢাক-ঢোল বাজিয়ে সারিবদ্ধভাবে শিলচরের অন্নপূর্ণা ঘাট, ইটখোলা ঘাট, জানিগঞ্জ, শিববাড়ি রোড, মাছিমপুর, ঘুংঘুর ও মেহেরপুর সহ শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে পূজার্চনা করেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোরে উদয়গামী সূর্য্যকে অর্ঘ্য নিবেদন করে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন শ্রদ্ধালুরা।

ছটপূজা উপলক্ষে শহরের প্রতিটি ঘাট সুসজ্জিত করা হয় এবং পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্নান ও আহারের মাধ্যমে শুরু হওয়া এই পূজা অস্তগামী ও উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শেষ হয়। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ছটপূজা অনুষ্ঠিত হয়, যা পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে।

কাছাড়েও মহাধুমধামে পালন ছটপূজা
কাছাড়েও মহাধুমধামে পালন ছটপূজা

Author

Spread the News