ভেন্টিলেশনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : আইসিইউ থেকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থকে। শুক্রবার দুপুর থেকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।মঙ্গলবার সকালে তাঁকে শিলচর মেডিক্যাল নিয়ে যাওয়ার পর ভর্তি করা হয় আইসিইউতে। চার দিন ধরে মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মেডিক্যাল বোর্ড তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ভেন্টিলেশনে চিকিৎসাধীন তিনি। শিলচর মেডিক্যাল সূত্রে বলা হয়েছে, তাঁর  অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। বুকে সংক্রমণ, রক্তচাপ সহ নানা সমস্যায় আক্রান্ত হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যেতে হয়েছে। তাঁর চিকিৎসার তদারকি করছেন শিলচর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ভাস্কর গুপ্ত এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ স্বামী। মেডিক্যালে রয়েছেন কবীন্দ্র পুরকায়স্থের তনয় রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ ও পরিবার পরিজন।

উল্লেখ্য, গত বছর জুলাই মাস থেকে বার কয়েক অসুস্থ হলে কবীন্দ্র পুরকায়স্থকে ভর্তি করা হয় শিলচর মেডিক্যালে। প্রতিবারই অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। গত মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়ে জ্ঞান হারালে নিয়ে যাওয়া হয় মেডিক্যালে। টানা ৭২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।আত্মীয়-স্বজন,গুণমুগ্ধ এবং শুভানুধ্যায়ী মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *