ওমানের হয়ে খেলছেন শিলচরের একসময়ের ক্রিকেটার মুজিবুর আলি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে নজর কেড়ে নিতে সক্ষম হলেন অসমের ক্রিকেটার মুজিবুর আলি। উল্লেখ্য, মুজিবুর আলি চরাইদেওয়ের ক্রিকেটার হলেও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত শিলচরের টাউন ক্লাবে খেলেছেন। বাঁহাতি এই অলরাউন্ডার এছাড়াও অসমের হয়ে সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ রাজ্য দলেও প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালেই মুজিবুর ওমানে চলে যান। সেখানে কাজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ওমানে তিন বছর হয়ে যাবে তাঁর। তখন সেই দেশের মূল দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবেন। ফর্ম বজায় থাকলে দারুণ একটা স্বপ্ন বাস্তবে পরিণত হবে। তবে এর আগে ওমান এ দল এবং হংকং সিক্সেস আসরে ওমানের প্রতিনিধিত্ব করা কম বড় কৃতিত্ব নয়। উল্লেখ্য, হংকংয়ের আসরে ১২টি দলের মধ্যে রবিন উথাপ্পার নেতৃত্বাধীন ভারত দ্বাদশ স্থানে শেষ করেছে।

প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় মজিবুর আলি ওমানের প্রতিনিধিত্ব করেন। ১২ দলীয় আসরে নয় নম্বরে শেষ করেছে ওমান। রবিবার তারা ভারতকে ৬ উইকেটে হারিয়ে দেয় ওমান। মুজিবুরকে এই ম্যাচে ব্যাট করতে হয়নি। বল করে দিয়েছেন ২১ রান। এরপর ইংল্যান্ডকে হারিয়ে নবম স্থানে শেষ করে ওমান। ওই ম্যাচে সমিত প্যাটেলকে আউট করেন মুজিবুর। দেন মাত্র ৭ রান। নির্ধারিত ৬ ওভারে ইংল্যান্ড করে ১২৩ রান। অর্থাৎ, বাকি পাঁচ ওভারে তারা করেছে ১১৬।

Author

Spread the News