বাঘনে একই রাতে পরপর তিনটি ঘরে চুরি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : বাজারিছড়া থানা অধীন কাঁঠালতলিতে একই রাতে পর পর তিনটি বাড়িতে নিশিকুটুম্বের দল  হানা দেয়। হাতিয়ে নেয় নগদ অর্থ, মোবাইল সেট, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মল্যবান সামগ্রী। শনিবার শেষ রাতে কাঁঠালতলির বাঘন গ্রামে একই রাতে তিন তিনটি বাড়িতে হানা দেয় চোরের দল। বাঘন গ্রামের আব্দুল হামিদের ছেলে সাফির আহমদের ঘরের দরজায় লোহার দণ্ড দিয়ে ছিটকারি খোলে চোরের দল ঘরে প্রবেশ করে। এতে ঘরের একটি কাঠের ডয়ারের লক ভেঙে নগদ কুড়ি হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার ও দুটি এন্ড্রয়েড মোবাইল সেট হাতিয়ে নিয়েই পাশের আরেকটি কক্ষে প্রবেশ করে চোরের দল। সেই কক্ষে সাফিরের এক ভ্রাতষ্পুত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে সাফির আহমদ ঘুম থেকে উঠেন। কিন্তু দরজা খোলে বাইরে যাওয়ার পথছিল না। চোরের দল বাড়ির সব কটি দরজায় বাইরে দিয়ে লক করে রেখেছিল। পরে অন‍্য একটি দরজা খোলে বাইরে বের হয়ে বাড়ির অন‍্যান‍্যদেরকে ডেকে তোলেন সাফির। তৎক্ষনাত চোরের দল পালিয়ে যায়। রাতেই স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি অবগত করান গৃহকর্তা। এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে দল বল নিয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাতেই বাড়িতে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত সেরেন।

এদিকে এই বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দুরে থাকা সালিম উদ্দিনের বাড়িতেও অনুরূপ ভাবে চোরের দল হানা দিয়ে ঘরের থাকা ট্রাঙ্কে থাকা ১৭৫০০  টাকা, রূপার কয়েকটি অলঙ্কার হাতিয়ে নিয়ে যায়।একি সঙ্গে সফিয়া বেগমের বাড়ির সুপারি বাগান থেকেও চোরের দল সুপারি চুরি করে নিয়ে বলে জানা গেছে।

বাঘনে একই রাতে পরপর তিনটি ঘরে চুরি
বাঘনে একই রাতে পরপর তিনটি ঘরে চুরি

Author

Spread the News