গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিধায়কের, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
১১ জানুয়ারি : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গোগির। ঘটনাটি ঘটে রাত ১২টার পরে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গুরপ্রীত কংগ্রেসে ছিলেন। ২০২২ সালে আপ-এ যোগদানকারী গোগি লুধিয়ানা পশ্চিমের বিধায়ক ছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরপ্রীতের কাছে থাকা পিস্তলটিতে লাইসেন্স রয়েছে। শুক্রবার রাতে সারাদিনের সমস্ত কর্মসূচি সেরে বাড়ি ফিরেছিলেন গুরপ্রীত। এরপর নিজের ঘরে একাই ছিলেন। ভুলবশত কোনওভাবে তিনি নিজের উপর গুলি চালিয়ে ফেলেন বলে পরিবার সূত্রে দাবি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আসলেই তিনি ভুলবশত গুলি চালিয়ে ফেলেছেন, না এটি আত্মহত্যা, না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।