বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বাসিন্দা তথা বিশিষ্ট আইনজীবী এবং শিলচর আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ আব্দুল হক বড়ভূইয়া আর নেই। সোমবার দুপুর ১২-১৫ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর জানাজার নামাজ আগামীকাল সকাল ৯টা উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড জামে মসজিদ প্রাঙ্গণে আদায় করা হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে আদি বাড়ি সোনাই ইচারপার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা আদায় করা হবে।
প্রয়াত বড়ভূইয়া রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে সোনাই সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। প্রয়াতের চার সন্তানই প্রতিষ্ঠিত।
উল্লেখ্য, পূর্ব সোনাইর উজ্জ্বলতর বর্ণিল ব্যক্তিত্ব আব্দুল হক বড়ভূইয়া লক্ষীপুরের কাপ্তানপুরের ইছারপারে জন্ম নেন ১৯৪৮ সালে। বাবা ফরজান আলি বড়ভূইয়া, যিনি বহু সমাজসেবা মূলক কাজের সঙ্গে সম্প্রীক্ত ছিলেন। প্রয়াত বড়ভূইয়া পূর্ব সোনাইর প্রথম এমএ এবং অ্যাডভোকেট। অত্যন্ত মেধাবী বড়ভূইয়া এক সময়ে আমজুরঘাট নতুন রামনগর জিপির কাউন্সিলর ছিলেন। তিনি কাছাড় জেলা অসম গণ পরিষদের প্রথম সভাপতিও ছিলেন। তিনি জেলা মার্কেটিং বোর্ডের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে সোনাইয়ে অসম গণ পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে লড়ে মাত্র কয়েকশো ভোটে হেরেছিলেন।


