প্রাক্তন সাংসদ ঈশ্বরপ্রসন্ন হাজরিকা আর নেই
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১৩ মে : বিশিষ্ট ব্যক্তিত্ব এবং লোকসভার প্ৰাক্তন সদস্য ঈশ্বরপ্রসন্ন হাজরিকা আর নেই। হৃদরোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে তিনি দিল্লিতে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৮ বছর।
ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত অফিসার হাজরিকা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও পরিজনদের রেখে যান। ছেলেমেয়ে বিদেশে বসবাস করছেন। বেশ কিছুদিন থেকে দিল্লিতে বসবাসকারী হাজরিকা একসময় মিনারেল ও মেটেল ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।
মেট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি কটন কলেজ, বেনারস হিন্দু বিশ্ব বিদবালয় ও দিল্লি স্কুল অব ইকনমিকেসের পড়াশোনা করেন। লণ্ডন থেকে তিনি ব্যারিস্টারও হন। তিনি একসময় আয়কর বিভাগের কমিশনার ও অসম রাজ্য বিদ্যুৎ পরিষদের চেয়ারম্যান ছিলেন। হাজরিকা ১৯৯৬ সালে তেজপুর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লোকসভার সদস্য হন।