বিজেপিতে যোগ প্রাক্তন সাংবাদিক বিকাশ ও আকসার রূপমের

বিজেপিতে যোগ প্রাক্তন সাংবাদিক বিকাশ ও আকসার রূপমের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে পদ্ম ফুল তুলে হাতে নিলেন প্রাক্তন সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও  সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা-র (আকসা) উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। বুধবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন দাখিল উপলক্ষে আয়েজিত সভায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তাঁরা। প্রাক্তন সাংবাদিক বিকাশ চক্রবর্তী যোগদানের পর বরাক তরঙ্গকে জানান, তিনি বিজেপি কাজকর্মে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। বলেন, তিনি সাংবাদিকতার জীবন ও পরবর্তীতে সাংবাদিকদের জন্য লড়াই চালিয়ে করে যাচ্ছেন। সাংবাদিকদের পেনশন নিয়ে দীর্ঘ লড়াইয়ে কংগ্রেস কোন পাত্তা দেয়নি। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জন্য চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সহায়তার ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের জন্য বিজেপি সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।

এ ছাড়া তিনি বলেন, শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ভদ্রলোক। তাঁর বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তিনি দলীয় কর্মী হিসেবে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ দিকে, বিজেপিতে যোগদান করে প্রতিক্রিয়া ব্যক্ত করে রূপম পুরকায়স্থ বলেন, ভারতবর্ষের রাজনীতি আজ এক নতুন গতিপথে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে এক দিকে যেমন দেশে নতুন যুগের সূচনা হয়েছে, তেমনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অসমকে আজ শ্রেষ্ঠত্বের এক অভূতপূর্ব দিশা দেখাচ্ছেন। অসম আজ দেশ-বিদেশে উপযুক্ত মর্যাদা পাচ্ছে। ভারত বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হচ্ছে। বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ভারত। কোনও না-কোনও ভাবে এই কর্মযজ্ঞে শামিল হতে হয়। না-হলে ইতিহাস ক্ষমা করবে না।
এ দিন বিক্রয়কর বিভাগের প্রাক্তন অধীক্ষক বীরেন্দ্রচন্দ্র দাসও দলে যোগদান করেন। তিনজনকে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি দলীয় টুপি ও উত্তরীয় দিয়ে দলে স্বাগত জানান।

Author

Spread the News