আসাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত_____
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানালেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আচার্য হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।
প্রাক্তন বায়ুসেনা প্রধান রাহা এদিন বিশ্বমঞ্চে উদীয়মান শক্তি হিসেবে ভারতের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় বয়সে নবীন হলেও এর সাফল্যের ব্যাপ্তি অনেক বিশাল। তিনি এরজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনও জানান।
এদিন সকালে নেতাজি সুভাষ মঞ্চের মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির সূচনা করেন আচার্য রাহা। সঙ্গে ছিলেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও প্রধান অতিথি প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ রানাভানে। এরপর ভাষা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপাচার্য অধ্যাপক পন্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও পরিকাঠামোর উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, গত এক বছরে পাঁচশোরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের পেটেন্ট নথিভুক্ত হয়েছে। তিনি বলেন, গত ৩২ বছরে বহু মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে এই বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, উত্তর-পূর্ব ভারত তাঁর হৃদয়ের খুব কাছের। অতীতে একবার শিলচর দিয়ে মিজোরাম সফরের কথা উল্লেখ করে বলেন, আগের শিলচর আর আজকের শিলচরে বহু পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে উদযাপন কমিটির পক্ষ থেকে অতিথিদের সঙ্গে ডিফু ক্যাম্পাসের সহ-উপাচার্য অধ্যাপক শিবাশিস বিশ্বাসকেও সম্মান জানানো হয়। এছাড়াও এদিন মোবাইল প্ল্যানেটরিয়াম, অতিথিশালার সম্প্রসারিত ভবন ও নক্ষত্র বাটিকায় সূর্যঘড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেলে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক প্রদোষ কিরণ নাথ, বিত্ত আধিকারিক শুভদীপ ধর, পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়, উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক সুদীপ্ত রায় প্রমুখ।



