বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : বাগাডহরের বড়জূরাই অঞ্চলে অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোনাই কেন্দ্রের অধীনে শিলচর পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড কমিটি ও বুথ কমিটি গঠনের সঙ্গে একে অপরের মধ্যে পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা আয়োজিত হয়েছে। রবিবার সভায় অগপর জেলা কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), দুই সহ-সভাপতি সৌমেন দাস ও প্রদীপ সিংহা, যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক, সহ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না), কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ শাহিদ বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভাটি সেলিম উদ্দিন বড়ভূইয়ার সভাপতিত্বে সম্পন্ন হয়।
এদিনের সভায় বুথ কমিটি সহ মোট ২০ জনের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। নব যোগদানকারীদের দলীয় গামছা পরিয়ে সম্মান জানানো হয় অগপর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের হাতে। সভায় জেলা কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ বক্তব্য রাখেন, ডিলিমিটেশনের পর বাগাডহর অঞ্চল সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়ায় আগামী নির্বাচনগুলোতে অগপ দলের গুরুত্ব এলাকাবাসীদের কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে সোনাই সমষ্টিতে মিত্র জোটের প্রার্থীর জয় নিশ্চিত। এই জয় পুনরায় সোনাইসহ পিছিয়ে পড়া বরাক উপতীর ব্যাপক উন্নয়ন ঘটাবে।”যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর বলেন, অগপ দলের ইতিহাস ত্যাগ ও আত্মবলিদানের গৌরবময় অধ্যায়ে ভরা। দল সবসময় রাজ্যের জনগণের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করে আসছে। তিনি ২৫ নং ওয়ার্ডের নবগঠিত বুথ ও ওয়ার্ড কমিটির সকল সদস্য-সদস্যাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করার অনুরোধ জানান।
সভা পরিচালনা করেন মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বড়ভূইয়া। অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা কমিটির সম্পাদক তথা আইনজীবী রিয়াজুল হক বড়ভূইয়া, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুকন খান। নবগঠিত কমিটির তিনজন উপদেষ্টা রাজু বড়ভূঁইয়া, আবুল হোসেন বড়ভূঁইয়া, আফতাব হোসেন লস্কর; সভাপতি নজরুল হক লস্কর; কার্যকরী সভাপতি আবেদ রসূল লস্কর; উপ-সভাপতি মুস্তাক খান, সাইদুল আলম লস্কর; সম্পাদক আব্দুল কাদির মজুমদার, সহ-সম্পাদক আরিফুল ইসলাম লস্কর, আকরাম কাদির মজুমদার, আইটি সম্পাদক সোয়েল আহমেদ লস্কর; মিডিয়া ও পাব্লিসিটি সম্পাদক শাহাজান খান; সাংগঠনিক সম্পাদক রেবুল হুসেন বড়ভূইয়া, আর্শাদুল মজুমদার; কার্যকরী সদস্য ফজল লস্কর, শাহিদ আলম লস্কর, দীপু লস্কর, আব্দুল মুহিদ লস্কর, তাহির লস্কর সহ আরও অনেকে।



