গোঁসাইপুর ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নয়া কমিটি গঠন
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : উধারবন্দের গোঁসাইপুর ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কমিটি পুনর্গঠন করা হয়। প্রায় ৩০ জন সদস্যের নয় কমিটি গঠিত হয়। এবং এনজিওর সংবিধানসহ বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা জানান, ২০২৩ সালের ২ জানুয়ারি এই অর্গানাইজেশন এর জন্ম দেওয়া হয়েছিল “গোঁসাইপুর ডেলপমেন্ট অর্গানাইজেশন” নামকরণ দিয়ে। এর মুখ্য উদ্দেশ্য ছিল যে গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একপসলা বৃষ্টিতে জন্য জমা জল বা বন্যার জলে প্লাবিত হয়। এর ফলে বহু কৃষকদের ক্ষতিগ্রস্থ হন এবং বহু সংখ্যক দিনমজুরি মানুষ অসহায় হয়ে পড়েন। এদের পাশে দাঁড়ানোর জন্য বা এই সমস্যা গুলো সমাধানের জন্য কাজ করে যাবে গোসাইপুর ডেভলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়া ও সামাজিক বহু কার্যক্রম করার পরিকল্পনা রয়েছে বলে প্রকাশ করেন অর্গানাইজেশনের সদস্যরা।
শুক্রবার এই বৈঠকে অর্গানাইজেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয় সইদুল আলম লস্কর (জুনু) এবং সহ-সভাপতি আব্দুল কাদির লস্কর (আবেদ), সম্পাদক ইন্তেছাব আহমেদ লস্কর (শিপন), সহ-সম্পাদক ইমাদ উদ্দিন বড়ভূইয়া এবং নসরুল ইসলাম বড়লস্কর (রাহুল), কোষাধ্যক্ষ ইকবাল লস্কর এবং সদস্যের মধ্যে অসিত রায়, শাহাবাজ আহমেদ, সেতাব উদ্দিন, করিম উদ্দিন, রাবুল আহমেদ, অলিউর রহমান, মোস্তফা বড়ভূইয়া, আলমগীর বড়ভূইয়া, পাপন উদ্দিন, সুয়েল আহমেদ, সাইদুল ইসলাম, সুজন আহমেদ প্রমুখ।