স্ত্রীর সামনে স্বামীকে কাকু বলে সম্বোধন দোকানীর, এরপর..
৪ নভেম্বর : স্ত্রীর সামনে স্বামীকে কাকু বলে সম্বোধন করায় দোকানদারকে রাস্তায় আছাড় মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের জাতখেড়ি এলাকায়। পেশায় শাড়ি বিক্রেতা বিশাল শাস্ত্রী নামে পুলিশে অভিযোগ জানিয়েছেন, এক ব্যক্তি এবং আরও কয়েকজন যুবক তাঁর দোকানে এসে তাঁকে বেধড়ক মারধর করেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত রোহিত শনিবার তাঁর স্ত্রীকে নিয়ে শাড়ি কিনতে গিয়েছিলেন ওই দোকানে। দীর্ঘক্ষণ ধরে অনেক শাড়ি দেখার পরও তাঁরা কোনও শাড়ি পছন্দ করেননি। এরপর দোকানদার বিশাল রোহিতের কাছে জানতে চান, তিনি কোন মূল্যের শাড়ি কিনতে চান? রোহিত উত্তরে বলেন, “১,০০০ টাকা,” এবং কার্যত সতর্ক করে জানিয়ে দেন, দামের চিন্তা যেন তিনি না করেন, প্রয়োজনে আরও বেশি দামের শাড়ি কেনার ক্ষমতা রয়েছে তাঁর।
এরপর বিশালের কথায়, ‘কাকু, আমি আপনাকে অন্যান্য রেঞ্জের শাড়িগুলোও দেখাচ্ছি।’ এই কথা শুনেই রেগে যান রোহিত নামে ওই ব্যক্তি। কাকু বলে সম্বোধন করা নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয় দুই পক্ষের মধ্যে। অভিযোগ, কোনও শাড়ি না কিনেই স্ত্রীকে নিয়ে ওই দোকান থেকে চলে যাচ্ছে ওই ব্যক্তি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন ছেলেকে নিয়ে দোকানে ফিরে আসেন।
টেনে হিঁচড়ে বিশালকে দোকান থেকে বের করে রাস্তায় আছাড় মেরে ফেলে দেন। তার সঙ্গে চলে বেধড়ক মারধর। ওই বিক্রেতা ইতিমধ্যেই অভিযুক্ত এবং অন্যান্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।