ভিএইচপি-র গুমড়া ও বিহাড়া প্রখণ্ড কমিটি গঠন
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ মে : বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের গুমড়া ও বিহাড়া প্রখণ্ড কমিটি গঠন করা হল। রবিবার পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধু ভূষন দেবের সভাপতিত্বে দু’টি পৃথক পৃথক স্থানে সভার মাধ্যমে গঠন করা হয়েছে কমিটিগুলো। এদিন প্রথমে সকাল ১১টায় গুমড়া বাজারের রূপসী বাড়িতে পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভা বিকাল চারটায় বিহাড়াতে অনুষ্ঠিত হয়। সভা গুলোতে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপকুমার দেব, জেলা সম্পাদক জিতেন্দ্রচন্দ্র দাস প্রমুখ।
উভয় সভায় পরিষদ বর্গ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত প্রান্ত কার্যকর্তারা। আগামী ১২ জুন থেকে ২২ জুন পর্যন্ত মাধবধামে অনুষ্ঠিত হবে পরিষদ বর্গ। এই পরিষদ বর্গের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি এই জেলার অন্তর্গত পাঁচটি প্রখণ্ডের প্রত্যেক প্রখণ্ড থেকে নুন্যতম পাঁচ জন করে যেন ওই বর্গে অংশ গ্রহন করে প্রশিক্ষন নেন, এনিয়ে বিস্তারিত আলোচনা হয় উভয় সভাতেই। তাছাড়া আগামী ২ জুন অনুষ্ঠিত হবে পশ্চিম কাছাড় জেলা কমিটির সভা। ওই সভার প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। এদিন গুমড়া রূপসী বাড়িতে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে উপস্থিত সবার সম্মতিতে মৃদুলকান্তি চক্রবর্তীকে সভাপতি এবং দিলীপ মহন্তকে সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট গুমড়া প্রখণ্ড কমিটি গঠন করা হয়। তাছাড়া বিহাড়া প্রখণ্ড কমিটিতে সবুজ দাসকে সভাপতি এবং অরূপ ঘোষকে সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বিহাড়া প্রখণ্ড কমিটি গঠন করা হয়।