ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ধোয়ারবন্দ কমিটি গঠন

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : ধোয়ারবন্দ বস্তি এলাকার বড়দোকানের বিদ্যুৎ গ্ৰাহকদের একটি সভা অসীম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সদস্য গৌরিশ দেব, দিলীপ রী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা এই অঞ্চলেও শক্তিশালী করা হবে। এছাড়াও চূড়ান্ত গ্রাহক বিরোধী স্মার্ট মিটার বসাতে এলে এলাকার বাসিন্দারা তা বসাতে দেবেন না।

সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা বলেন, প্ৰিপেড ব্যবস্থা সম্পূর্ণ বেআইনি কারণ বিদ্যুৎ যেহেতু পরিষেবা তাই অগ্রীম টাকা নেওয়া হচ্ছে কিভাবে। গ্রামীণ এলাকার বাসিন্দারা মুলত শ্রমজীবী ও কৃষিজীবী কাজেই তাদের পক্ষে অগ্রিম টাকা খরচ করে রিচার্জ করা সম্ভব হবে না। তাই প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন থেকে এপিডিসিএল কর্তৃপক্ষকে বিরত থাকতে তারা জোরালো দাবি জানান। সভায় সর্বসম্মতিক্রমে অসীম দাসকে সভাপতি, দেবরাজ রবিদাস ও সুমা দে কে সহ সভাপতি, রমা রঞ্জন দে কে সম্পাদক এবং মিঠুন ভট্টাচার্যকে সহ সম্পাদক মনোনীত করে ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Author

Spread the News