বন কর্মকর্তার ছেলের সাইরেন বাজানো গাড়ির ধাক্কায় হত পথচারী, ধৃত
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : এক
বন কর্মকর্তার ছেলের সাইরেন বাজানো গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার পর সাইরেন সজ্জিত যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নগর পুলিশ। শুক্রবার রাতে অবৈধ সাইরেন বাজানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু বিলাসবহুল যান বাজেয়াপ্ত করেছে নগর পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি অবৈধ ভিআইপি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ পাঁচটি ইনোভা, তিনটি স্করপিও, একটি থার এবং একটি আলকাজার বাজেয়াপ্ত করেছে। এসব যানবাহনে অবৈধ সাইরেন লাইট লাগানো ছিল।
উল্লেখ্য, একজন বন কর্মকর্তার ছেলে সাইরেন-সজ্জিত গাড়ি দিয়ে একজন নিরীহ মানুষকে ধাক্কা মারে। এ তথ্য জানাজানি হওয়ার পর অবৈধ ভিআইপি গাড়িগুলোতে অভিযান চালায় পুলিশ। বন কর্মকর্তা প্রাঞ্জল কটকির ছেলে অরিন কটকির স্করপিও গাড়িটির ধাক্কায় নালাপারে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তদন্তের পর পুলিশ ঘটনার ১৩ দিনের মাথায় অরিনকে গ্রেফতার করে এবং স্করপিওটি বাজেয়াপ্ত করে।
উল্লেখ্য, কিছু সরকারি কর্মকর্তার সন্তান ও পরিবারের সদস্যরা ‘গভঃ অব অসম’ লিখা বা সাইরেন থাকা বাহন দিয়ে রাস্তায় সন্ত্রাস সৃষ্টি করছে।