গুলি করে ১৮টি বাঁদর হত্যা, তদন্তে বন বিভাগ

৩ সেপ্টেম্বর : বাঁদরের হাত থেকে বাঁচতে চলল গুলি। এক, দু’টো নয়, পরপর ১৮টি বাঁদরকে গুলি করে হত্যা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের এক গ্রামে। ইতিমধ্যে এই নিয়ে বন আধিকারিকেরা তদন্ত শুরু করেছেন।

ছত্তিশগড়ের এক প্রান্তের গ্রাম বেলগাঁও। সেখানে গত কয়েকদিন ধরে বেড়েছে বাঁদরের উৎপাত। অভিযোগ, ফসল খেয়ে যাচ্ছে তারা। তাই গ্রামবাসীরা উপায়ান্তর না দেখে দু’জন লোককে ভাড়া করে। তারাই গুলি চালিয়ে হত্যা করে বাঁদরগুলিকে, এমনটাই জানিয়েছেন বেলগাঁও পঞ্চায়েতের সদস্য শীতল ভার্মা। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বন দফতরের আধিকারিকেরা। বনসুরক্ষা আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। ছবি প্রতীকী।

গুলি করে ১৮টি বাঁদর হত্যা, তদন্তে বন বিভাগ
গুলি করে ১৮টি বাঁদর হত্যা, তদন্তে বন বিভাগ

Author

Spread the News