পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিবেশ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের


বিশ্বজিৎ আচার্য, শওলচট
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : সম্প্রতি কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ডগোলের চেষ্টা করছে বলে সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান, পশ্চিম কাটিগড়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ায় জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে যেন কাছাড় জেলায় কোন অবস্থাতেই শান্তি ও সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার এদিন পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন তাঁরা।

প্রতিনিধি দলে বড়খো্লার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল,কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার, ইয়ং ব্রিগেড প্রেসিডেন্ট অর্গদীপ রায় চৌধুরী, এপিওয়াইসির রাজ্যিক মিডিয়া কো-অর্ডিনেটর তাহির আহমেদ ও ইয়ং ব্রিগেডের সহ-সভাপতি অর্ক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News