প্রথমবার গুয়াহাটিতে শিশু পকেট মার পাকড়াও, উদ্ধার টাকা

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : দেশে আজ শিশু দিবস পালিত হচ্ছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয়। এরমধ্যেই ঘটেছে এক বিক্ষিপ্ত ঘটনা।

এই প্রথমবার গুয়াহাটি মহানগরে পকেট মার রূপে ঘুরে বেড়াচ্ছে শিশু চক্র। দল পথচারীদের টার্গেট করে। মঙ্গলবার ভাঙ্গাগড়ে ঘটেছে শিশু পকেট মারের গ্যাঙের লুটপাট। 

স্থানীয়রা ৯ বছর বয়সী কিশোরীকে আটক করেন। কিন্তু দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। মেয়েটির প্যান্টের ভেতর থেকে ৩৬ হাজার ৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিশোরীকে বর্তমানে ভাঙ্গাগড় থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরীকে শিশু কল্যাণ কেন্দ্রে পাঠানো হয়।

মহানগরে অনেক শিশু আছে যারা পকেটমারের ঘটনা ঘটাচ্ছে। এই শিশুদের পিছনে তৃতীয় একজনের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শিশুরা সম্ভবত এই তৃতীয় ব্যক্তির নির্দেশেই শহরে চুরি করেছে।

Author

Spread the News