ভুবনতীর্থে ‘খাদ্য বিতরণ কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে ভুবনতীর্থে ‘খাদ্য বিতরণ কর্মসূচি’ আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। বুধবার ভ্যালি ভিউ-এর সভাপতি বান্দিতা ত্রিবেদী রায় এবং সহ-সভাপতি অশোক বৈদ্যের নেতৃত্বে একটি দল ভুবন পাহাড়ে উপস্থিত হয়ে ৬৩০০ তীর্থযাত্রীর মধ্যে রান্না করা খাবার ও সবজি বিতরণ করে। এছাড়াও  অন্য এক স্থানে ২৫০০-র বেশি তীর্থযাত্রীদের মধ্যে পানীয়জল বিতরণ করা হয়। ভ্যালি ভিউ ক্লাবের সব সদস্যদের যৌথ প্রচেষ্টায় এই বিশেষ দিনে ভক্তদের সেবা করা সম্ভব হয়েছে। এতে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সচিব ডাঃ অনুপ রায়, গাইডিং লায়ন সঞ্জীব রায়, প্রকল্প চেয়ারম্যান বিশাল রায়, সৈয়দ আহমেদ বড়ভূইয়া, মৃণ্ময় রায়, মিনারা লস্কর, পুষ্পাবতী রায়, প্রণয় নাগ প্রমুখ। লায়নিজম ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-তে বিশ্বাস করে এবং তাই সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো ক্লাবের নৈতিক দায়িত্ব।

ভুবনতীর্থে ‘খাদ্য বিতরণ কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

সচিব ডাঃ অনুপ রায়ের প্রচেষ্টা ও সকল সদস্যদের নিষ্ঠার ফলে আজকের প্রকল্প সফল হয়েছে।লায়ন্স ভ্যালি ভিউ এই বিশ্বাসে এগিয়ে চলছে ‘যেখানে প্রয়োজন, সেখানে লায়ন’। এই দারুন আয়োজনে সহযোগিতা করেছে ইয়াসি কেন্দ্রীয় কমিটি। ইয়াসি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রিতম পাল, কাঞ্চন কুমার দাস, দেবজিত দেবনাথ প্রমুখ।

ভুবনতীর্থে ‘খাদ্য বিতরণ কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

Author

Spread the News