দু’দিনে ১০ হাজারের অধিক ভুবন পূণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদের কংগ্রেসের
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ভুবনতীর্থে ভক্তদের সেবায় শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে। দু’দিনে দল ১০ হাজারের বেশি পূণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছে। বুধবার দলের এই বিশাল আয়োজন নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, প্রতিবছরই ভুবন পাহাড়ের চূড়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে। এবং অনেক সাধু-সন্তরাও ঐতিহ্যবাহী এই তীর্থের দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় শিবমন্দিরে উপস্থিত হয়ে শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ নেন।

শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থের দর্শনার্থীদের সেবায় শিলচর জেলা কংগ্রেসের তরফে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করায় অসংখ্য ভক্তরা লাভান্বিত হয়েছেন। বৃহস্পতিবারও চলবে দলের এই আয়োজন। শিব চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে মহাপ্রসাদ গ্রহনের আবেদন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ, নিশীকান্ত সরকার, কুশল দত্ত, সীমান্ত ভট্টাচার্য ও সুজন দত্ত সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

