আজ নেতাজি ছাত্র যুব সংস্থার সেরা কালীপূজা কমিটি পুরস্কার বিতরণ
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা র উদ্যোগে এবং যুব দর্পণ এর পরিচালনায় প্রতিবছরের মতো এবারও শিলচর শহর ও শহরতলীর কালীপূজা কমিটিকে উৎসাহিত করতে ১৪তম শিলচর সেরা কালীপূজা কমিটি সম্মান ২০২৪ এর আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় যাতে সকল স্তরের পূজা কমিটি অংশগ্রহণ করতে পারে তার জন্য বিগ বাজেট, মাঝারি বাজেট ও ছোট বাজেট তিনটি বিভাগের কালীপূজা কমিটির মধ্যে প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা, থিম উপস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিটি বিভাগের একটি কালীপূজা কমিটিকে সেরা এবং বিভিন্ন বিভাগের মধ্যে যেমন প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা থিম উপস্থাপনা ইত্যাদি বিষয়ে মোট ২৫টি সেরা পুজো কমিটিকে পৃথক ভাবে আজ ৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় হোটেল ইলোরা হেরিটেজে পুরস্কার প্রদান করা হবে।অনুষ্ঠানকে সফল করে তুলতে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ও হোটেল ইলোরা কর্তৃপক্ষ সহযোগিতায় করছে।
বিগ বাজেট কালীপুজা ডঃ জয়িতা ভট্টাচার্য স্মৃতি সর্বশ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার ২০২৪ রাধামাধব নগর কালী পুজা কমিটি, মন্দির দিঘির পাড়, শিলচর, পীযূষকান্তি দাস স্মৃতি (মাঝারি বাজেট) শ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার লাভ করেছে বিধানসরণী কালীপূজা কমিটি, দ্য জুয়েল ক্লাব বিলপার, শিলচর এবং ছোট বাজেটে দিনেশ দাস স্মৃতি শ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার শ্রীমাপল্লী কালীপূজা কমিটি মালুগ্রাম।
বিগ বাজেটে কালীপূজা কমিটি
সেরা কালীপূজা কমিটি গুলো হল সেরা প্রতিমা : সোনাই রোড বয়েস ক্লাব কালীপূজা কমিটি, (তরুণ ক্লাব)।
সেরা থিম : দ্যা অ্যাপোলস কালীপূজা কমিটি, মালুগ্রাম।
সেরা আলোকসজ্জা : ঘুংঘুর কালীবাড়ি কালীপূজা কমিটি ঘুংঘুর।
সেরা মণ্ডপ : স্বর্ণতারা কালীপূজা কমিটি, শালগঙ্গা।
সেরা আধুনিক থিম : সারদা সংঘ কালীপূজা কমিটি, শরৎ পল্লী।
সেরা শৈল্পিক প্রতিমা : ফ্রেন্ডস ক্লাব, কিশোর সমাজ ও নবজাগরণ ক্লাব কালীপূজা কমিটি, মালুগ্রাম।
মাঝারি বাজেটের কালীপূজা কমিটি
সেরা মণ্ডপ : ব্রাইট বয়েজ ক্লাব, হাইলাকান্দি রোড।
সেরা শৈল্পিক মণ্ডপ : শান্তিপাড়া স্পোর্টিং ক্লাব, রংপুর।
সেরা প্রতিমা : মধ্য মালুগ্রাম কালীপূজা কমিটি, মালুগ্রাম।
সেরা আধুনিক থিম : দ্বিতীয় লিঙ্ক রোড সর্বজনীন কালীপূজা কমিটি, যুব সংঘ।
সেরা আলোকসজ্জা : তারাপুর সর্বজনীন কালীপূজা কমিটি, ত্রিবেণী ক্লাব।
সেরা সামাজিক থিম : শক্তি যুব সংঘ সর্বজনীন কালীপূজা কমিটি, অধরনাথ কলোনি।
সেরা শাস্ত্রীয় প্রতিমা : সুভাষনগর কলেজ রোড সর্বজনীন কালীপূজা কমিটি, সুভাষ নগর।
সেরা শৈল্পিক প্রতিমা : নবজোৎতি ক্লাব কালীপূজা কমিটি, তারাপুর অসমিয়াবস্তি।
সেরা শৈল্পিক প্রতিমা (যুগ্ম) : দেবী শাক্তি আরাধনী কালীপূজা কমিটি হাইলাকান্দি রোড।
সেরা আধুনিক প্রতিমা : বয়েস ক্লাব, হাইলাকান্দি রোড।
সেরা শৈল্পিক থিম : প্রগতি পল্লী কালীপূজা কমিটি, হাসপাতাল রোড।
সেরা দ্বিতীয় শৈল্পিক মণ্ডপ : অরুণ চন্দ্র কলোনি কালীপূজা কমিটি
পূর্ণ পাল রোড।
সেরা দ্বিতীয় থিম : পশ্চিম অম্বিকাপুর কালীপূজা কমিটি, দুর্গাশংকর স্কুল।
সেরা দ্বিতীয় মণ্ডপ : নিউ চিত্তরঞ্জন অ্যাভিনিউ পশ্চিম শিলচর কালীপূজা কমিটি, ন্যাশনাল হাইওয়ে।
ছোট বাজেটের কালীপূজা কমিটি
প্রতিমায় প্রথম : সারদামণি রোড কালীপূজা কমিটি, টিকরবস্তি।
মণ্ডপে প্রথম : আবাহন, শিলংপট্টি।
সার্বিক ভাবে প্রথম : শিববাড়ি কালীপূজা কমিটি, বিবেকানন্দ রোড।
আধুনিক প্রতিমায় প্রথম : রাইডিং রকেট ক্লাব, বিলপার।
আধুনিক প্রতিমায় প্রথম : নাজির পট্টি কালী পূজা কমিটি, প্রেমতলা।
নিয়ম শৃঙ্খলায় প্রথম : তাঁরাময়ী কালীপূজা কমিটি, তারাপুর