বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো পরিদর্শন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : বর্ষাকালকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী উদ্যোগ। জেলা আয়ুক্ত মৃদুল যাদব, আইএএস, শনিবার একাধিক বন্যাপ্রবণ এলাকার পরিকাঠামো ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থার তদারকি করেন, যা জেলা প্রশাসনের জনসুরক্ষা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।
জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার কে জামান ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বরাক নদীর তীরবর্তী বাঁধ ও সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে যান। বেতুকান্দি, বেরেঙ্গা নাথপাড়া ও আশপাশের এলাকাগুলিতে নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই সব অঞ্চলের পরিকাঠামো ও নদীতীর সংরক্ষণমূলক কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

জেলা আয়ুক্ত যাদব প্রতিটি স্থানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ইতিমধ্যে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির কার্যকারিতা পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এবং বৃষ্টির জলের চাপ ও নদীর জলস্ফীতির মোকাবিলায় যথাযথ, দীর্ঘমেয়াদি এবং সময়মতো সমাধান বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। শুধু সাময়িক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানই প্রশাসনের মূল লক্ষ্য, এমনটাই জানান তিনি।

এর পাশাপাশি, জেলা আয়ুক্ত লোক নির্মান বিভাগ (রোডস) বিভাগের তত্ত্বাবধানে চলা পরিকাঠামো উন্নয়নমূলক কাজগুলিরও পরিদর্শন করেন। চলতি সড়ক সংস্কার প্রকল্পগুলির গুণগত মান ও অগ্রগতি তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বর্ষাকালে জরুরি পরিষেবা পৌঁছাতে এবং যোগাযোগব্যবস্থা বজায় রাখতে সড়কের গুরুত্ব অপরিসীম — সেই কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিতার মধ্যে রাখার বার্তা দেন তিনি।

যাদব সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন এবং আন্তঃবিভাগীয় সমন্বয়, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়ার ওপর জোর দেন। বর্ষা মৌসুমে সম্ভাব্য সংকট এড়াতে এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলা প্রশাসনের এই সক্রিয় নেতৃত্বে বিভাগীয় আধিকারিকদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার হয়েছে, যা কাছাড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক কাঠামোকে আরও সংহত ও দৃঢ় করবে।