ধলাইয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিমল-নীহারের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ জুন : চারদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও স্থানীয় বিধায়ক নীহাররঞ্জন দাস ছিলেন দলীয় অন্যান্য নেতাকর্মী। শ্যামাচরণপুর শেওরারতল জেলা পরিষদের ফ্রেঞ্চনগরে কৃত্রিম বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বিধায়ক ও সাংসদ।
পরিদর্শনকালে ভুক্তভোগীরা জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেন যে লক্ষ্মীকান্ত দাস ও অজিত পাল নামক দুই ব্যক্তি নালা পরিবর্তন করে ছোট পরিসরের নালা তৈরি করে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন। তাঁরা সমতলের নালা ভরাট করে টিলা ভূমি কেটে নতুন নালা তৈরি করেছেন, যার ফলস্বরূপ এলাকার জনগণ বন্যার জলে ভুগছেন। অপরিকল্পিতভাবে নির্মিত এই নালাগুলির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংসদ ও বিধায়ক বলেন, “কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জনৈক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বন্যার সৃষ্টি করেছেন, যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হচ্ছে। যারা এই ধরণের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ধলাইয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিমল-নীহারের

সাংসদ ও বিধায়ক উভয়ই বন্যা কবলিত পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জেলা আয়ুক্তের যোগাযোগ করেন এবং অসহায় পরিবারগুলোর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন।
এদিন ধলাইয়ের ফ্রেঞ্চনগর, সিঙ্গুয়া, হাওয়াইথাং, রাজঘাট, ভাগাবাজার, পানিভরা, নর্থ নরসিংহপুর সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন সংসদ ও বিধায়ক। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সদস্য সিতাংশু দাস, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক পৃথীশ চন্দ্র দাস, সহ সভানেত্রী শিলা রায়, দিলীপ কুমার রায়, সুদীপ বিশ্বাস, অঞ্জনকুমার মালাকার, কুটন দে, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ মালাকার প্রমুখ।

উল্লেখ্য এদিন দিনে বন্যা পরিস্থিতির খোঁজ নেন বিধায়ককে নীহাররঞ্জন দাস। রাতে ধলাইয়ের সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লাবৈদ্য।

ধলাইয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিমল-নীহারের
Spread the News
error: Content is protected !!