সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে ১৩৪ তম তিরোধান দিবস ৩ জুন
বরাক তরঙ্গ, ১ জুন : অন্যান্য বছরের ন্যায় এবারও ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে। পূজা শুরু হবে ব্রহ্মমুহূর্তে তাছাড়া সকাল ৮টায় গীতাপাঠ, ১১টা ৪৫ মিনিটে লোকনাথ বাবার মহাপ্রয়ানের এক মিনিট নীরবতা পালন, দুপুর ১২টায় লোকনাথ বাবার পাদুকা পূজা ও পুষ্পাঞ্জলী অর্পন, বেলা ৪ ঘটিকায় ভক্তদের মঙ্গলার্থে যজ্ঞানুষ্ঠান, বিকাল ৫ টা ৩০ মিনিটে সন্ধ্যা আরতী, ৬টা৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট অবধি স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে আশীর্ব্বাদ স্বরূপ কলম, পেন্সিল, বিবাহিত মায়েদের সিঁদুর দান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সম্পূর্ণ অনুষ্ঠানমালার পরিচালনা করবেন লোকনাথ বাড়ির পুজারী পবিত্র পাল।
সকল ভক্তদেরকে উক্ত উৎসবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ির সম্পাদক জিৎ দাস।