তপোবননগরে হরিনাম মহাযজ্ঞে আসছে পশ্চিমবঙ্গের পাঁচটি নামসুধা কীর্তনীয়া দল
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : প্রতিবছরের ন্যায় এবারও শিলচর তপোবননগর কীর্তনের মাঠে ২৪ প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে তপোবননগর সর্বজনীন হরিনাম মহাযজ্ঞ কীর্তন কমিটি। এবার কমিটির ২৭তম বর্ষপূর্তিতে শিলচরে চমক সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি পর্বের কথা বলতে গিয়ে গিয়ে আয়োজকরা জানান, তপোবননগর কীর্তনের মাঠে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ২৪ প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ১৮টি ডিসেম্বর অধিবাসের মাধ্যমে তিনদিন ব্যাপী মহাযজ্ঞের সূচনা হবে। এবং ২২ ডিসেম্বর দধিভঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠানের মাধ্যমে মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে। কমিটির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর শিলচরে বাজিমাত করতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের পাঁচটি বিশিষ্ট নামসুধা কীর্তনীয়া দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশেষ করে পশ্চিমবঙ্গ বনগাঁওয়ের ভবাপাগলা সম্প্রদায়, কৃষ্ণনগরের পাগলবিজয় সম্প্রদায়, মায়াপুরের খোকাগোপাল সম্প্রদায়, নদীয়ার রাধারাণী সম্প্রদায় ও কলকাতার লোকনাথ সম্প্রদায় বরাকের গৌর ভক্তদের মনমাতাতে এই প্রথমবারের মতো শিলচরে আসছেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান পরিচালনায় রয়েছে তপোবননগর, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে, শিশু মন্দির রোড, শিববাড়ি, রামগড়, গোবিন্দ নগর, পশ্চিম তপোবননগর ও চাঁদমারি সহ বৃহত্তর বিষফুটি দেবপাড়া এলাকার গৌর ভক্তবৃন্দগণ। সাংবাদিক সম্মেলনে কমিটির তরফে জানানো হয় সবার সর্বসম্মতিক্রমে এবছর অনন্ত দাসকে সভাপতি ও গিরীন্দ্র দাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ প্রহর হরিনাম মহাযজ্ঞকে সুন্দর ও সফল করতে ভক্তদের সার্বিক সহযোগিতা সহ বরাকের সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন কমিটির কর্মকর্তারা।