“সনাতনী ঐক্য মঞ্চ” বাংলাদেশ চলো অভিযান
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে “সনাতনী ঐক্য মঞ্চ” বাংলাদেশ চলো অভিযান ১ ডিসেম্বর। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, আইনজীবী সৌমিত্র দত্তরায়, ধর্মানন্দ দেব, রাজীব নাথ, মুক্তা চক্রবর্তী, রতন কুমার দাস, জয়দীপ দত্তরা।
সনাতনী ঐক্য মঞ্চের কর্মকর্তারা জানান শ্রীভূমি জেলা থেকে সুতারকান্দি সীমান্তে এই বিক্ষোভ মিছিল যাবে। এতে বরাক উপত্যকার তিন জেলার সনাতনী ধর্মাবলম্বী জনসাধারণকে নিয়ে এই প্রতিবাদী কর্মসূচী সাব্যস্ত করা হয়েছে। প্রতিবাদী ধরনা আরম্ভ হবে সকাল ১১-৩০ মিনিটে থেকে। তাঁরা আরও জানান এনিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্তদের সঙ্গে আলোচনা হয়েছে।