৭২ ঘন্টা অনশন ধর্মঘট আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইয়্যারেজ বোর্ডের কর্মকর্তাদের

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বেতন ও মহার্ঘ্য ভাতা প্রদানে দাবিতে ৭২ ঘন্টা অনশন ধর্মঘট শুরু করলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইয়্যারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা। বৃহস্পতিবার দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয়ে অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা ধর্মঘটে বসেন। ৩০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত চলবে তাঁদের এই ধর্মঘট।

৭২ ঘন্টা অনশন ধর্মঘট আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইয়্যারেজ বোর্ডের কর্মকর্তাদের

এ দিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল চৌধুরী ও সম্পাদক বিশ্বজ্যোতি দাস জানান, বার কয়েক বিভাগীয় অধিকারীকদের কাছে তাঁদের বকেয়া বেতন সহ আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা করেছেন কিন্তু তাতে তাঁদের কোনও লাভ হয়নি। আদালতে রায় দিয়েছে যে তাঁদের বকেয়া বেতন প্রদান করতে কিন্তু শিলচর পুরসভার কিছু অসাধু ব্যক্তি ও দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা তাঁদের স্বার্থে  আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাঁদের বকেয়া বেতন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন। তাঁরা আরও বলেন, বিভাগীয় আধিকারিকরা আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে এবং পশ্চিম শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা সময়মত কার্যালয়ে উপস্থিত থাকেন না, এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এও জানান, অনশন ধর্মঘট চলাকালীন একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন অথচ বিভাগীয় আধিকারিকরা তাঁদের সঙ্গে এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ করেননি। তাঁরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্ত্বর তাঁদের সমস্যা সমাধান করা ও বেতন প্রদান করা। সমস্যার সমাধান যদি না হয় তাহলে তাঁদের অনশন ধর্মঘট চলবে।

৭২ ঘন্টা অনশন ধর্মঘট আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইয়্যারেজ বোর্ডের কর্মকর্তাদের

Author

Spread the News