কাটিগড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর

বরাক তরঙ্গ, ২০ জুন : কাটিগড়ায় বরাক নদী থেকে জীবিত এক মহিলাকে উদ্ধার করল অগ্নি নির্বাপক বাহিনী। শুক্রবার সকালে কাটিগড়ার রেল সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার হয় আসিয়া বেগম নামের এক মহিলাকে। ঘটনাস্থলের পাশে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় রয়েছে। খবর পেয়ে বাহিনী তৎক্ষনাৎ পৌঁছে মহিলাকে উদ্ধার করে কাটিগড়া হাসপাতালে নিয়ে যায়। পৌঁছে পুলিশও। পরে সেখান থেকে মেডিক্যাল স্থানান্তর করেন।

ঘটনার পর দমকল বাহিনীর জনৈক কর্মী জানান, স্থানীয়রা তাদের জানিয়েছেন আসিয়া বেগম রেল লাইনের উপর দিয়ে বরাক নদী পার হওয়ার সময় ট্রেন আসছে দেখে তিনি ভয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।

কাটিগড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর

সংস্কারের জন্য গ্যামন সেতু বন্ধ রয়েছে। এতে বৃহত্তর কাটিগড়া অঞ্চলের মানুষ রেলপথ দিয়ে হেঁটে  চলাচল করছেন। অনুরূপভাবে এদিন সকালে হিলাড়ার প্রয়াত ইউসুফ আলির স্ত্রী আসিয়া বেগম হেঁটে রেলসেতু দিয়ে নদী পার হচ্ছিলেন।

কাটিগড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর
Spread the News
error: Content is protected !!