খোঁজ ও হৃদয় সংস্থার কম্বল বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : খোঁজ শিলচর ও হৃদয় এনজিও-র যৌথ উদ্যোগে ইটখোলা মণিপুরি পাড়ার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূর্ণেন্দু ভট্টাচার্যের স্মৃতিতে দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে চেংকুড়ি রোডের আজাদ হিন্দ রোড এলাকায় এবং কনকপুর রোডেও একই উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত সংস্থাদ্বয় মোট ৬০টি কম্বল বিতরণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোঁজের সম্পাদক সজল লস্কর, হৃদয়ের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল এবং কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য।

এছাড়া, খোঁজ শিলচরের উদ্যোগে খালেরপার এলাকাতেও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বলগুলি প্রদান করেন ইউকেপি স্কুলের এমডি বনি মজুমদার এবং সমাজসেবী বশির উদ্দিন লস্কর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে আরও ১৬টি স্থানে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। শীতকাল উপলক্ষে মোট ২০০-এর বেশি স্থানে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *