আহলে সুন্নতের কাছাড় জেলা কমিটি গঠন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সভা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কাছাড় জেলা কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শিলচর কাঁঠাল পয়েন্ট এলাকার ভকতপুর–চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় আহ্বায়ক কমিটি ও অভ্যর্থনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৪ জানুয়ারি, রবিবার অনুষ্ঠিতব্য সাধারণ সভা ও কমিটি গঠন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাস্থল ব্যবস্থাপনা, মাইকিং, শৃঙ্খলা রক্ষা, প্রচার কার্যক্রমসহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয় এবং নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার জানান, কমিটি গঠনের সাধারণ সভা নির্ধারিত সময়েই শুরু হবে এবং প্রচারণা থেকে শুরু করে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জেলার সকল আহলে সুন্নত প্রেমী জনগণকে সাধারণ সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

আজকের প্রস্তুতি সভায় আহ্বায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারি তাজিম উদ্দিন তালুকদার, মওলানা সুহেল আহমেদ কাজি, মওলানা মুস্তাকিম আহমেদ বড়ভূইয়া, অভ্যর্থনা কমিটির পক্ষে, মওলানা আব্দুল হক চৌধুরী, হাফিজ জিয়াউর রহমান লস্কর, মওলানা আব্দুর রহিম, হিলাল উদ্দিন, কালাম উদ্দিন, আব্দুল হক লস্কর, শরিফ উদ্দিন লস্কর, মায়াজুল আলি লস্কর, হিরন লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *