বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিলচর শহরে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবের আবেগ। শীতের হালকা কুয়াশা ভেদ করে চারদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের সুবাস। শহরের স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি—রঙে রঙে সাজানো হচ্ছে মণ্ডপ, ফুটে উঠছে নতুন নতুন থিম, আর তার সঙ্গে তাল মিলিয়ে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের প্রাণচাঞ্চল্য।
কেউ হাতে রঙ-তুলি নিয়ে ব্যস্ত, কেউ বাঁশ-বেত দিয়ে মণ্ডপ নির্মাণে মগ্ন, আবার কেউ রাত জেগে শেষ করছে সাজসজ্জার কাজ। এবার শুধু বাহারি সাজ নয়, বাগ্দেবীর আরাধনার মধ্য দিয়ে “মাতৃশক্তি”সহ নানা সামাজিক বার্তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোথাও তুলে ধরা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার গুরুত্ব, কোথাও নারীশক্তি, আবার কোথাও সমাজের ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন।
অন্যদিকে, দেবী প্রতিমা নির্মাণে ব্যস্ত শহরের মৃৎশিল্পীরা। প্রতিমার চোখ আঁকা থেকে শুরু করে অলঙ্কার ও সাজসজ্জা প্রতিটি কাজে ফুটে উঠছে তাঁদের বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা ও নিষ্ঠা। তাঁদের হাতের তৈরি প্রতিমাতেই প্রাণ পায় পূজোর আসল আবেগ।
শিলচর শহরের অলিগলি থেকে শুরু করে কাছাড় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ। মাইকিং, সাজানো গেট, আলো ঝলমল রাস্তা—সব মিলিয়ে সর্বত্র এখন পূজোমুখর পরিবেশ। শিক্ষার দেবী সরস্বতীর আরাধনায় শিলচর যেন নতুন আলোয় সেজে উঠেছে।



