বিহু উৎসবের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড, ছেলের হাতে খুন বাবা

বিহু উৎসবের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড, ছেলের হাতে খুন বাবা

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : রাজ্যজুড়ে ভোগালি বিহু ও মকরসংক্রান্তি উৎসব পালিত হচ্ছে। আনন্দ উল্লাসের মধ্যেই ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড রাজ্যে। উরুকার উচ্ছ্বাসের মাঝে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটল দেড়গাঁওয়ে। এক ছেলে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে।

দেড়গাঁওয়ের ভিতরুয়ার রংদালির কাছে থালকিয়ায় এই নৃশংস ঘটনা ঘটে। ছেলে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আক্রমণ করে। আক্রমণে তিলেশ্বর গগৈ নামে এক ব্যক্তি প্রাণ হারান। ছেলে সুরেন গগৈ তার বাবা তিলেশ্বর গগৈকে হত্যা করে। পুলিশ ইতিমধ্যেই খুনির ছেলে সুরেন গগৈকে গ্রেফতার করেছে।

মদের জন্য এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, তিলেশ্বর গগৈ অবৈধভাবে চুলাই মদ তৈরির সঙ্গে জড়িত ছিলেন। মদের কারণে, লোকেরা প্রায়শই পরিবারের সঙ্গে কাজিয়ায় জড়িত থাকত।

বিহু উৎসবের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড, ছেলের হাতে খুন বাবা

Author

Spread the News