মহাকুম্ভ প্রথম দিনেই ১.৫ কোটি ভক্তের ‘অমৃত স্নান’

মহাকুম্ভ প্রথম দিনেই ১.৫ কোটি ভক্তের 'অমৃত স্নান'

১৪ জানুয়ারি : প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। পৌষ পূর্ণিমার প্রথম দিনেই বিপুল ভক্তের সমাগম হয়েছে পূন্য স্নানের জন্য।মকর সংক্রান্তিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ‘অমৃত স্নান’ শুরু হয়ে গেল। উত্তরপ্রদেশ সরকারের নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার ভোরে ত্রিবেণী সংগমে প্রথম ‘অমৃত স্নান’ সারেন শ্রী পঞ্চায়েতি আখাজডা মহানির্বাণী এবং শ্রী শম্ভু পঞ্চায়েতি অটল আখাড়ার সাধু-সন্ন্যাসীরা।

জানা গিয়েছে, আজ প্রায় ১.৫ কোটি ভক্ত স্নান করলেন মহাসঙ্গমের জলে। ১২ বছর পর এবার মহাকুম্ভ। তাই এবারে ভক্তের সংখ্যা গতবারের তুলনায় বেশি হবে বলেই জানা গিয়েছে। যোগী সরকারের আশা এবার প্রায় ৪০-৪৫ কোটি মানুষের ভিড় হতে পারে কুম্ভে।

একেবারে শেষে ‘অমৃত স্নান’ সারার কথা আছে শ্রী পঞ্চায়েতি নির্মল আখাড়ার। দুপুর ৩ টে ৪০ মিনিট থেকে বিকেল ৪ টে ২০ মিনিট পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের অনুমান, এবার মকর সংক্রান্তিতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ‘অমৃত স্নান’ সারবেন। আর গঙ্গাসাগর মেলাতেও নয়া রেকর্ড হবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগেই সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৫ লাখ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেলেছেন। যে সংখ্যাটা আজ আরও বাড়বে বলে অনুমান করা হয়েছে।

মহাকুম্ভ প্রথম দিনেই ১.৫ কোটি ভক্তের 'অমৃত স্নান'

Author

Spread the News