২৯ ও ৩০ নভেম্বর মেহেরপুরে ফাস্ট ফাইভ ক্রু ক্লাবের ফাইভ-এ সাইড ওপেন ফুটবল প্রতিযোগিতা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : দুইদিনব্যাপী ফাইভ-এ সাইড ওপেন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে মেহেরপুরের ফাস্ট ফাইভ ক্রু ক্লাব। আগামী ২৯ ও ৩০ নভেম্বর  প্রতিযোগিতাটি মেহেরপুরের বিরবল বাজার সংলগ্ন সিটি স্পোর্টস ক্লাবের মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ফাস্ট ফাইভ ক্রু ক্লাবের সভাপতি ও ক্ষুদে ফুটবল খেলোয়াড় কৌলিক দেব এবং সম্পাদক স্বপ্ননীল দাস জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণদের খেলাধুলায় যুক্ত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা জানান, স্থানীয় তরুণ ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে তাদের প্রতিভা প্রদর্শনের এক অনন্য সুযোগ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। রানার্স-আপ দল পাবে নগদ ১০ হাজার টাকা সহ ট্রফি। এছাড়া অসাধারণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত খেলোয়াড়দের বিশেষ সম্মাননাও প্রদান করা হবে ।ইতিমধ্যেই মেহেরপুর ও আশপাশের এলাকায় এই প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। তরুণ খেলোয়াড়দের মধ্যে অংশগ্রহণের উদ্দীপনা বেড়েছে। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা ভবিষ্যতে মেহেরপুর অঞ্চলে ফুটবল কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং এ ধরনের আয়োজনকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে তাদের উৎসাহ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *