প্যালেস্টাইন সংহতি দিবস পালন কৃষক সভার

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল সারা ভারত কৃষক সভা। বুধবার সংহতি দিবসের অঙ্গ হিসেবে কালাইন বাস স্ট্যান্ডে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষক সভার কর্মকর্তারা। সংহতি দিবসে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়া ও সম্পাদক সুভাষ দেব। তাঁরা বক্তব্যে দাবি জানান, প্যালেস্টাইন ও ইজরাইলের যুদ্ধ শীঘ্র বন্ধ করা, শান্তি  প্রতিষ্ঠা সহ রাষ্ট্রসংঘ প্রস্তাব অনুযায়ী প্যালেস্টাইনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করার।

বক্তারা বলেন প্যালেস্টাইন ও ইজরাইল যুদ্ধ মানবিকতার শেষ সীমা ছাড়িয়েছে।  এই যুদ্ধে প্যালেস্টাইনে শিশুদের উপরেও বোমা নিক্ষেপ করছে। একটি হাসপাতালে ও বোমা নিক্ষেপ করার মত জঘন্য কাজে সারা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে। যুদ্ধ সংঘর্ষ বিরতি প্রস্তাবে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র সংঘর্ষ বিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। সারা ভারত কৃষক সভা সহ ছাত্র যুব মহিলা শ্রমিক সংগঠন সমগ্র দেশের সঙ্গে অসম রাজ্যে ও প্যালেস্টাইন সংহতি দিবস পালন করা হচ্ছে।

Author

Spread the News