ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ভুয়ো চিকিৎসক কাণ্ডে নাম জড়িয়ে পড়া শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিং অবশেষে হাজির হলেন পুলিশের কাছে। সোমবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হওয়ার পর পুলিশ তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে দেয়। এদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন শান্তিকুমারকে পাঠানো হয়েছে কারণ দর্শানো (শো-কজ) চিঠি। ধৃত ভুয়ো চিকিৎসক শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের রহিম উদ্দিন লস্কর গ্রেফতার হওয়ায় তার সূত্রে এই কাণ্ডে জড়িয়ে পড়ে শান্তিকুমারের নাম। অভিযোগ রহিম উদ্দিন শান্তি কুমারের প্রতিষ্ঠান নর্থ-ইস্ট পুর কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিনস থেকে সার্টিফিকেট নিয়ে অবৈধভাবে চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তাই শান্তিকুমারকে তলব করে পুলিশ। শান্তিকুমারের নাম ভুয়ো চিকিৎসক কাণ্ডে জড়িয়ে পড়ার পর তাঁর দল কংগ্রেসও এ নিয়ে খোঁজখবর শুরু করেছে।

শান্তিকুমারকে দলের পক্ষ থেকে শো-কজ করা হয়েছে বলে রবিবারই এক চিঠি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জেলা কংগ্রেসের সূত্রে জানা গেছে, সোমবার বাস্তবিকই শান্তিকুমারকে ‘শো-কজ’ করা হয়েছে। এদিকে শান্তিকুমার এদিন দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠান নর্থ- ইট ইস্ট কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিনস ‘ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র স্বীকৃত এবং অসম সরকারের অধীনে পঞ্জীয়নকৃত। তাঁর বয়ান অনুযায়ী, রহিম উদ্দিন তাঁর প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে ২০০৫ সালে যে সার্টিফিকেট নিয়েছেন তা দিয়ে তিনি শুধু বিকল্প চিকিৎসাই করতে পারেন। এলোপ্যাথিক চিকিৎসা করার তাঁর কোনও অধিকার নেই। আর এই সার্টিফিকেটও প্রতিবছর নবীকরণ করতে হয়। রহিম উদ্দিন যা করেননি মোটেই। আর এই সার্টিফিকেটকে ইস্যু করে রহিম উদ্দিন যদি এলোপ্যাথি চিকিৎসা করে থাকেন তবে এর দায়ভার নর্থ-ইস্ট কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিনস-এর উপর বর্তায় না। এর দায়ভার নিতে হবে রহিম উদ্দিন নিজেকেই।

শান্তিকুমার আরও দাবি করেন, তিনি মোটেই পালিয়ে বেড়াচ্ছিলেন না। বিশেষ কাজে মাঝে কয়েকদিন জিরিবামের দিকে গিয়েছিলেন। শিলচরে ফিরেই নিজে থেকে হাজির হয়েছেন পুলিশের কাছে। কোনও অবৈধ কাজে জড়িয়ে থাকলে, এভাবে নিজে থেকে পুলিশের কাছে যেতেন না। তাঁকে বদনাম করতে চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের
ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Author

Spread the News