সোনাই এমসিডি কলেজের নয়া উপাধ্যক্ষ আব্দুল মতিন
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : সোনাই
মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ হলেন বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল মতিন লস্কর। উপাধ্যক্ষ হৃষিকেশ নাথ অবসর গ্রহণ করলে সেস্থলে নিয়োগ করা হয়েছে ড. লস্করকে। সোমবার অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ হৃষিকেশ নাথকে বিদায়ী সংবর্ধনার পাশাপাশি উপাধ্যক্ষের দায়িত্ব অর্পন করা হয় বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল মতিন লস্করকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বাসিত লস্কর। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ড. আব্দুল মতিন লস্কর, খালেদ আজম মজুমদার, আফসর হোসেন লস্কর, ড. মুনিম আহমেদ বড়ভূইয়া, ড. মঙ্গলা লাইস্রাম ও অধ্যাপিকা মিনারা বেগম লস্কর। কলেজের সহকর্মী ছাড়াও ছাত্রছাত্রীরা বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন বিদায়ী উপাধ্যক্ষের হাতে। বিদায়ী ভাষণে উপাধ্যক্ষ নাথ ১৯৮৮ সালে কলেজে কাজের কথা উল্লেখ করেন। অধ্যক্ষ ড. লস্কর হৃষিকেশ নাথের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাকে একজন কাজের মানুষ হিসেবে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিকাশ দাস এবং গোটা অনুষ্ঠা পরিচালনা করেন ড. আব্দুল বাসিত লস্কর।