গাঁজা পাচার করতে নকল অ্যাম্বুলেন্স, আটক ত্রিপুরায়
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : আজব কাণ্ড! গাঁজা পাচার করতে অ্যাম্বুলেন্স ব্যবহার দুই পাচারকারীর। দস্তুরমতো হুইসেল বাজিয়ে রোগীর বদলে অ্যাম্বুলেন্সে করে গাজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী। ঘটনাটি ঘটেছে বুধবার ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট জাতীয় সড়ক এলাকায়। দুই পাচারকারী সহ অ্যাম্বুলেন্স থেকে ২৭২ কেজি গাঁজা আটক করে কুমারঘাট থানার পুলিশ।
কুমারঘাট থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পান। অভিযানে নেমে নকল অ্যাম্বুল্যান্সটি আটক করতে সক্ষম হয়েছে কুমারঘাট থানার পুলিশ। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ২১টি প্যাকেট থেকে ২৭২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে গাড়িতে থাকা টিটন মিয়া, মামুন মিয়া নামে দুই যুবককে আটক করেছে। তাদের বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুরাতে। সঙ্গে গাড়ি থেকে নকল রেজিস্ট্রেশন নম্বরের অনেকগুলো নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে এই বোলেরো গাড়িটিকে নকল অ্যাম্বুল্যান্স বানানো হয়েছে। যাতে গাঁজা পাচারকারীরা অতি সহজে তা পাচার করতে পারে। আটক গাঁজার বাজারমূল্য ৫৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ।