ব্যর্থ ইটখলা অ্যাথলেটিক ক্লাব, প্রথম সেঞ্চুরি অভিষেকের

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার এবারের সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপেও ব্যর্থ প্রর্দশন করল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। ছয় দলীয় আসরের সেরা চারেও জায়গা করে নিতে পারেনি তারকা সমৃদ্ধ ক্লাবটি। তিন দলীয় গ্রুপ লিগের প্রথম ম্যাচে টাউন ক্লাবকে হারালেও বুধবার ইন্ডিয়া ক্লাবের কাছে ৩০ রানে পরাজিত হয় ইটখলা। ফলে, তিন দলীয় গ্রুপ লিগে সবচেয়ে বাজে রান রেটের জন্য তিন নম্বরে থাকতে হল তাদের। অথচ এই দলে খেলছেন প্রীতম দাস, অভিষেক ঠাকুরি, শমীক দাস, অমন সিং, রুদ্রজিৎ ডেকা, গৌরব টপ্নোর মতো ক্রিকেটার।

এদিন প্রথমে ব্যাট করে ইন্ডিয়া ক্লাব ৪০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে। শিলচরের মাঠে মরশুমের প্রথম সেঞ্চুরি করলেন অভিষেক দেব। ১১২ বলে ১০৬ রান করেন তিনি। এছাড়া মানসজ্যোতি গগৈ করেন ৯১ রান। দু’টি করে উইকেট লাভ করেন শমীক দাস ও বিশাল নাগ।

জবাবে ৪০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে ইটখলা। শমীক দাস ৪৮ ও অভিষেক ঠাকুরি ৪১ রান করেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল অভিষেক দেব। নেন তিনটি উইকেট। দু’টি করে উইকেট লাভ করেন রোহিত ধোবি ও শেখরজ্যোতি বর্মন।

সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব খেলবে উত্তরপাড়া ক্লাবের সঙ্গে এবং টাউন ক্লাব খেলবে টেবিল টেনিস ক্লাবের বিরুদ্ধে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News