বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন। জুবিনের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত এক রক্তদান শিবিরে রক্তদান করার পর মুখ্যমন্ত্রী জানান, SIT–এর তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা আসন্ন চার্জশিটে স্পষ্ট হবে।
মুখ্যমন্ত্রী শর্মার অভিযোগ, জুবিন গর্গ মদ পছন্দ করতেন না, কিন্তু এক শ্রেণির মানুষ তাকে জোর করে মদ খাইয়ে ধন–সম্পত্তি লুণ্ঠনের উদ্দেশ্যে ব্যবহার করেছিল। টাকা–পয়সা হাতানোর লালসাই এই ষড়যন্ত্রের মূল কারণ বলে মন্তব্য করেন তিনি।
SIT–এর তদন্ত উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন— “তদন্তে বেরিয়ে এসেছে, জুবিন কখনও মদে অভ্যস্ত ছিলেন না। তাকে ইচ্ছে করেই মদ খাওয়ানো হয়েছিল। চার্জশিটে আপনারা পাবেন—মদ জুবিনের পরিচয় ছিল না। যখনই তাকে ব্যবহার করার পরিকল্পনা করা হয়, তখনই তাকে মদ খাওয়ানো হয়।”
মুখ্যমন্ত্রী আরও জানান, “জুবিন কখনও আমার কাছে মদ খেয়ে আসেনি। তাকে আশেপাশের লোকেরা মদ খাইয়ে সহজ–সরল ছেলেটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। দুর্ভাগ্যজনকভাবে অসমের বহু মানুষ মিথ্যা প্রচার চালিয়েছিল যে মদ নাকি জুবিনকে শেষ করেছে। সম্পূর্ণ ভুল কথা। তদন্তে প্রমাণ মিলবে যে ষড়যন্ত্র করেই তাকে মদ খাওয়ানো হয়েছিল, যাতে তার সম্পত্তি লুটে নেওয়া যায়।”
জুবিনের প্রকৃত পরিচয় ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, “মদ নয়, সঙ্গীতই ছিল জুবিনের পরিচয়। দুঃস্থ–নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার পরিচয়। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াই ছিল তার পরিচয়।”
সমাজকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, “মদ ঢেলে নয়, ভাল কাজের মাধ্যমে জুবিন গর্গকে বাঁচিয়ে রাখুন। রক্তদান করে, দরিদ্রকে সাহায্য করে, ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে জুবিনকে স্মরণ করুন।”


