শিলচরে শুরু হল থ্রিজি আর্টিস্ট গ্ৰুপের চিত্রকলা ও ভাস্কর্য প্রর্দশনী
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বিশিষ্ট চিত্র শিল্পীদের হাত দিয়ে উদ্বোধন হয় থ্রিজি আর্টিস্ট গ্ৰুপের চিত্রকলা ও ভাস্কর্য প্রর্দশনী। রবিবার শিলচর হাসপাতাল রোডে বিকেল পাঁচটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে থ্রিজি আর্টিস্ট গ্ৰুপের তিন দিবসীয় চিত্রকলা ও ভাস্কর্য প্রর্দশনীর সূচনা হয়। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীদের শিল্পকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হয়। এ দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয় পাল, বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমাঙ্কু সাহা, বাহারুল ইসলাম, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ত্রিপুরা থেকে আগত চিত্রশিল্পী রুমকি দত্ত, রাজেশ ভৌমিক, সাগর রায়। তাঁদের প্রথমে উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান আয়োজক কমিটির চিত্রশিল্পী সদস্যরা।
বক্তব্যে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, একটি ছবির মাধ্যমে শিল্পী তার উপলব্ধিকে প্রকাশ করেন।আর দর্শক সেই ছবি দর্শন করে আনন্দ আস্বাদন করেন, ছবির রং ও রূপ দর্শক মনকে সম্মোহিত ও মোহিত করে। বরাকের চিত্রশিল্পীরা যেভাবে নিখুঁত ও সুন্দরভাবে আর্ট করেন, ঠিক সেইভাবে মূল্যায়ন চিত্রশিল্পীদের পাচ্ছেন না, যদি এই অঞ্চলের চিত্রশিল্পীরা সঠিক ভাবে মূল্যায়ন পেতেন, তা হলে কিন্তু বরাকের চিত্রশিল্পীরা আরও উন্নতি করতে পারতেন এবং আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করতে সক্ষম হতে পারতেন বলে মন্তব্য করেন তিনি।
এ দিন অন্যান্যদের মধ্যে বিনয় পাল, সন্দীপন দত্ত চৌধুরী, হিমাঙ্কু সাহা, রুমকি দত্ত, সাগর রায় প্রমুখ। নিজ-নিজ বক্তব্যে উপস্থিত চিত্রশিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ এই ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিকেল চারটা থেকে রাত আটটা অবধি চলে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীদের শিল্পকর্ম ও ভাস্কর্য প্রর্দশনীতে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বরাকের চিত্রশিল্পী তথা চিত্র প্রশিক্ষক লুৎফুর রহমান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত চিত্রশিল্পী উত্তম ঘোষ, জয়দ্বীপ ভট্টাচার্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পী সহ দর্শকেরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।